শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

এ সরকার আমাদের আন্দোলনের ফসল : যুগ্ম মহাসচিব এ্যানি 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

এ সরকার আমাদের আন্দোলনের ফসল : যুগ্ম মহাসচিব এ্যানি 

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় সংহতি দিবসের আলোচনায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের  ফসল। 

শুক্রবার (২২ নভেম্বর) চৌহালী সরকারি কলেজ মাঠে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতির আলোচনা সভায় এসব কথা বলেন। এতে  উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলামের সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানি আরও বলেন, দেশে সংস্কারের যেমন প্রয়োজন রয়েছে তেমনি নির্বাচনের প্রয়োজন রয়েছে। 

এসময় প্রধান বক্তা ছিলেন, রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও পিপি রফিক সরকার, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড.  হামিদুল ইসলাম দুলাল ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস। 

অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার ভিপি, বিএনপি নেতা ইউনুস সিকদার, আহসান হাবীব দুলাল, উপজেলা বিএনপির সহ সভাপতি বকুল সিকদারসহ  উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

টিএইচ